• লিড

    জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২১ , ১২:৩৩:০০ অনলাইন সংস্করণ

    ছবি সংগৃহীত

    ভাটি বাংলা ডেস্কঃ রাজধানীর স্বামীবাগে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার দুপুরে মিতালী স্কুল গলিতে বাড়িটির চারদিকে অবস্থান নেন র‌্যাব সদস্যরা।

    জঙ্গি আস্তানা সন্দেহের কথা জানিয়ে র‍্যাব-৩ এর মিডিয়া অফিসার এএসপি ফারজানা হক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই বাসায় অভিযান চালাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

    র‍্যাব জানায়, ওই বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে, আটককৃত ব্যক্তি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। ওই বাড়ি থেকে কম্পিউটার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

    র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সন্দেহজনকভাবে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। র‍্যাবের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

    0Shares

    আরও খবর

    Sponsered content