• নির্বাচন

    জগন্নাথপুর এর আশারকান্দী ইউনিয়নে নৌকার সমর্থনে যুবলীগ এর প্রচারণা

      প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২১ , ১০:৩৪:২৩ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ আশারকান্দী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার ( নৌকা প্রতীক) এর সমর্থনে উপজেলা যুবলীগ এর উদ্যোগে প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার এর নৌকা প্রতীক এর সমর্থনে জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর নেতা কর্মীদের উদ্যোগে ২১ শে ডিসেম্বর রোজ মঙ্গলবার স্থানীয় নয়াবন্দর বাজার এর ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করার পাশাপাশি নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করেন। এর আগে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাবের আহমদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা কামাল হোসেন এর পরিচালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহসভাপতি সালেহ আহমদ, দেলোয়ার হোসাইন, হামিদুর রহমান চৌধুরী বাচ্ছু, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক দিলদার হোসেন মিঠু, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া, মল্লিক মনসুর, সুমন আহমদ, রুনু মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা শের আলী, আব্দুল কাইয়ুম, আবু সালেহ তালুকদার, ইউনুস আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। এ সকারের উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে আগামী ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য বক্তারা দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

    আরও খবর

    Sponsered content