• নির্বাচন

    জগন্নাথপুর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী ৩ জন ও স্বতন্ত্র প্রার্থী ৪ জন বিজয়ী

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২১ , ১১:০০:০১ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসব মূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৪ জন বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। উৎসব মূখর পরিবেশ এর মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ২৬ শে ডিসেম্বর রোজ রবিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া, পাটলী, রানীগঞ্জ, সৈয়দপুর- শাহারপাড়া, পাইলগাঁও, আশারকান্দী ও চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ রফিক মিয়া (আানারস প্রতীক) ৫হাজার ৮ শত ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত আলাল হোসেন রানা (নৌকা প্রতীক) পেয়েছেন ৫ হাজার ১শত ৮৯ ভোট। পাটলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আঙ্গুর মিয়া (নৌকা) ৪ হাজার ৩ শত ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ সিরাজুল হক (আনারস প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৪ শত ৮৬ ভোট। রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ছদরুল আলম (নৌকা) ৭ হাজার ১শত ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ শহিদুল ইসলাম রানা ( আনারস প্রতীক) ৪ হাজার ৩ শত ৩৭ পেয়েছেন ভোট। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল হাসান ( নৌকা) ৫ হাজার ৬ শত ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মুকিতুর রহমান (চশমা প্রতীক) ৪ হাজার ৬ শত ৮৬ ভোট। চিলাউড়া- হলদিপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ শহীদুল ইসলাম বকুল (আনারস) ৫ হাজার ১শত ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আরশ মিয়া চশমা (প্রতীক) ৩ হাজার ৩ শত ভোট। পাইলগাঁও ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মখলুছ মিয়া (ঘোড়া প্রতীক) ৪ হাজার ৮ শত ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক মিয়া (চশমা প্রতীক) ৪ হাজার ৪ শত ৭১ ভোট। আশারকান্দী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আইয়ুব খান (মোটরসাইকেল প্রতীক) ৪ হাজার ৫ শত ৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুস ছত্তার (নৌকা প্রতীক) ৩ হাজার ২০ ভোট।

    আরও খবর

    Sponsered content