প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২১ , ১১:৫৭:০১ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুর এর পল্লীতে দুর্বৃত্তদের লাগানো আগুনে তিনটি ঘর গোখাদ্য সহ পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার যোগলনগর গ্রাম নিবাসী নূরনেছা বেগম(৬০), আহমদ আলী(৪৫) ও আছরব আলী(৪০) গরুদের খাওয়ানোর জন্য নিজ নিজ খেড় এর ঘর ভর্তি করে গোখাদ্য অর্থাৎ খড় সংগ্রহ করে রেখেছিলেন। গতকাল ১ লা ডিসেম্বর দিবাগত রাতে দুর্বৃত্তরা এই খের এর ঘরে আগুন লাগিয়ে দেওয়ার ফলে গোখাদ্য সহ তিনটি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কে বা কাহারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি।
এব্যাপারে দুর্বৃত্তে লাগানো আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া নূরনেছা বেগম এর ছোট ভাই মোহাম্মদ আলী বলেন, আমার বোন ও ভাইদের ৮টি গরু রয়েছে। এই গরু গুলোকে খাওয়ানোর জন্য খের সংগ্রহ করে রেখেছিলেন। গতকাল গভীর রাতে কে বা কাহারা দুষমনি করে খের এর ঘরে আগুন লাগিয়ে গোখাদ্য সহ ঘর গুলো আগুনে পুড়িয়ে ছাঁই করে দিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আমরা দেখি গোখাদ্য সহ ঘর গুলো আগুন পুড়ে ছাঁই হয়ে গেছে। কোনো ব্যক্তি আগুন না লাগালে আগুন লাগার কথা নয়। আল্লাহ এর বিচার করবে।