প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২১ , ৭:০৮:১৩ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুরে দু’পক্ষের লোকজন এর মধ্যে বন্দুক যুদ্ধে ১৯ জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়, হাসপাতাল ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রা নিবাসী মোঃ বদরুল ইসলাম ও যুক্তরাজ্য প্রবাসী উস্তার গনির লোকজন এর মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। সাম্প্রতিক সময়ে স্থানীয় ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় এর উন্নয়ন কমিটি ও ভূমি নিয়ে বিরোধ বাঁধে। এরই জের ধরে আজ ১লা ডিসেম্বর রোজ বুধবার সন্ধ্যায় এই দু’পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুলিবিদ্ধ আব্দুস সামাদ(৩৯), আয়েশা বেগম (২৮), আমিরুন নেছা(৫০) ও আলেয়া(৪০) সহ মোট ১৯ জন গুলিবিদ্ধ সহ ৪০ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যান্য আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার পাশাপাশি সংঘর্ষে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ পুলিশ দল আহতদের চিকিৎসার্থে সহযোগিতা করেছেন। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহিদুল ইসলাম ও মোবারক হোসেন বলেন, আহতরা গুলিবিদ্ধ হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।