• সভা/সেমিনার

    জগন্নাথপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক মতবিনিময় সভা

      প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২১ , ২:৫০:৪৯ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো( বিএমইটি) এর অধীনে জগন্নাথপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর অধীনে উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্প সম্ভাব্যতা যাচাই সমীক্ষা (Feasibility Study) এর লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১লা ডিসেম্বর উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার( ভূমি) অনুপম দাশ অনুপ, উপজেলা তথ্য ও প্রযুক্তি সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, উপজেলা গবেষণা কর্মকর্তা মোঃ ফরহাদ আলী, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি বাবু শংকর রায়, বীর মুক্তিযোদ্ধা নির্মল রায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন সহকারি কর্মকর্তা মোঃ সাঈফ উদ্দিন খাঁন,উপজেলা সার্ভেয়ার মুহিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায়,জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সাধারন সম্পাদক মোঃ জহির উদ্দিন,কোর্ট মসজিদ এর ইমাম মাওলানা মোঃ নিজাম উদ্দিন জালালী, জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম রিপন ও যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু প্রমূখ।

    0Shares

    আরও খবর

    Sponsered content