প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২১ , ৫:৩৭:১০ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে লিংকন নামে ১০ মামলার আসামীসহ ২ মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ। রোববার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে অর্থাৎ সোমবার (২০ডিসেম্বর) ২০ মিনিটের সময় কুলিয়ারচর থানার এস আই মো. মনিরুজ্জামান ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের ভাটিদোয়ারিয়া গ্রামে পরিত্যাক্ত আখড়া মন্দিরের ভিতর মাদক ক্রয় বিক্রয়ের সময় লিংকন (২৬) ও জুনাইদ (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। লিংকন কুলিয়ারচর পৌর এলাকার তাতারকান্দি গ্রামের মৃত আব্দুল হাই উরুফে দুদু মিয়ার ছেলে এবং জুবাইদ পৌর এলাকার আশ্রবপুর গ্রামের মজনু মিয়ার ছেলে। এ ঘটনায় দু’জনের নামে ২০ ডিসেম্বর কুলিয়ারচর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১০ (ক)/৪০ ধারায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নং- ১৩। এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ নিজ হেফাজতে রাখার অপরাধে লিংকন ও জুনাইদ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাননীয় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। লিংকন ১০ মামলার আসামী এবং জুনাইদ এক মামলার আসামী। তিনি আরো বলেন কুলিয়ারচর থানা এলাকা থেকে মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে।