প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২১ , ৫:০৫:৫৪ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে জগন্নাথপুর থানা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০২১ইং উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা প্রশাসনের আয়োজনে ১৮ ই ডিসেম্বর রোজ শনিবার বিকালে স্থানীয় কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জগন্নাথপুর উপজেলাীন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রফিক মিয়া ( আনারস প্রতীক), আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলাল হোসেন রানা ( নৌকা প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুস সোবহান (চশমা প্রতীক), মেম্বার পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুররহমান মুহিত, মেম্বার পদপ্রার্থী মোঃ ইকবাল হোসেন সাজাদ, মেম্বার পদপ্রার্থী মোঃ তারা মিয়া, মেম্বার পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান হবি, মেম্বার পদপ্রার্থী মোঃ ছালিক মিয়া, মেম্বার পদপ্রার্থী মোঃ সিরাজ মিয়া, মেম্বার পদপ্রার্থী মোঃ হাফিজুর রহমান, মেম্বার পদপ্রার্থী মোঃ আক্তারুজ্জামান ও মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ছফেদা বেগম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, মেম্বার পদপ্রার্থী সামছুল হক,রফিক মিয়া,আছাদুল হক, লিয়াকত হোসেন অমৃত, মোজাফফর হোসেন লিটন, আব্দুল কাইয়ুম, সুজাদুর রহমান, মিন্টু, সর্পরাজ মিয়া, মহিলা মেম্বার পদপ্রার্থী রসিকা বেগম, শেলিনা বেগম সহ অন্যান্য মেম্বার, মহিলা মেম্বার পদপ্রার্থী এবং রাজনীতিবিদ এম সাদিকুর রহমান নান্নু, যুক্তরাজ্য প্রবাসী মোঃ ফয়জুল হক, কলকলিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ হারুন মিয়া, মোঃ আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, কলকলিয়া ইউনিয়ন ডেভলপমেন্ট সোসাইটির সদস্য সচিব ও যুক্তরাজ্য প্রবাসী তৌফিকুল আম্বিয়া টিপু, যুক্তরাজ্য প্রবাসী তারেক আম্বিয়া অপু, স্পেন প্রবাসী বার্সেলোনায় অবস্থানরত কলকলিয়া ইউনিয়ন এর বাংলাদেশীদের সামাজিক সংগঠন কলকলিয়া ইউনিয়ন উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক মোঃ আলী আসকর, যুবনেতা জহিরুল ইসলাম লেবু, খোকন মিয়া ও কামরুল হাসান লিটন প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কেউ নির্বাচনী আচরণ বিধি লংঘন করলে চার দেওয়া হবেনা। তাৎক্ষনিক ভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেল- জরিমানা হতে পারে। নির্বাচনী এলাকা বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ এর নির্বাচন চলতি মাসের ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ।