• নির্বাচন

    অনিয়ম ও কারচুপির আশংকায় ঠাকুরগাঁওয়ে ২০ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২১ , ৭:৩১:১৫ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি॥ চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ঠাকুরগাঁওয়ের নানা অনিয়ম, র্দুর্নীতি, সহ স্থানীয় সাংসদের ভোটকে প্রভাবিত করার প্রতিবাদ ও ভোট কারচুপির আশংকায় সংবাদ সম্মেলন করেছে সদর উপজেলার ২০ ইউনিয়নের সকল স্বতন্ত্র প্রার্থী। শনিবার দুপুরে ঠাকুরগাঁও হাওলাদার কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রার্থীরা অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার ২০টি ইউনিয়নেই নৌকা মার্কার প্রার্থীরা তাদের স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, প্রচারে বাধা প্রদান, হুমকি ধামকি দিয়ে নির্বাচনী আচরনবিধি লংঘন করছে এবং প্রশাসন এ বিষয়ে নিরপেক্ষভাবে কাজ করেনি। বেশ কিছু ইউনিয়নে নৌকার প্রার্থীদের প্রচারনায় প্রিজাইডিং অফিসাররা কাজ করেছে। এসব ক্ষেত্রেও প্রশাসন নিরব ভ’মিকা পালন করেছে। প্রার্থীরা সবচেয়ে বড় অভিযোগ করে বলেন,নির্বাচনী আচরনবিধি অনুযায়ী নির্বচনের সময় কোন সংসদ সদস্য এলাকাতে থাকার বিধি না থাকলেও স্থানীয় সাংসদ রমেশ চন্দ্র সেন বেশ কিছুদিন ধরেই এলাকায় অবস্থান করে নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন। এ অবস্থায় আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হবে কি না তা নিয়ে আমরা শঙ্কিত। এসময় বক্তব্য দেন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী আনছারুল, ২ নং আখানগরের স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান, ২১ নং ঢোলর হাটের আ: জব্বার, ১ নং রুহিয়ার আব্দুল মালেক, আকচা ইউনিয়নের ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন বাদশা, ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের নুরু ইসলাম, ১৩ নং গড়েয়া ইউনিয়নের রেজওয়ানুল ইসলাম শাহ প্রমুখ। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন

    আরও খবর

    Sponsered content