• মানববন্ধন

    সুনামগঞ্জে বিজিবির সদস্য কর্তৃক ৪জন নারী- পূরুষকে পিঠিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

      প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২১ , ১২:১২:০৩ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপু উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া এলাকায় ২৮ বর্ডার গার্ড বিজিবি চিনাকান্দি অঞ্চলের নায়েব সুবেদার আনোয়ার হোসেন কর্তৃক একজন ক্ষুদ্র ব্যবসায়ী মো. হাবিবুর রহমানসহ তার পরিবারের নারী পূরুষ ৪জনকে বেদড়ক মারপিঠের ঘটনায় ও তার শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিরাব দুপুর ২টায় এলাকাবাসীর আয়োজনে বিশ্বম্ভরপুর উপজেলার জিগাতলা বাজার পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুই শতাধিক মানুষজন অংশ গ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন, নির্যাতিত মুদি ব্যবসায়ী মো. হাবিবুর রহমান,নির্যাতিতার স্বজন মোছা. রাহেলা বেগম,মানবাধিকার কর্মী মো. বাবুল মিয়া,বঙ্গবন্ধু সৈনিকলীগ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সহ-সভাপতি মফিজ উদ্দিন, এলাকার প্রবীন মুরুব্বী মো. আব্দুল ছাত্তার, লাল মিয়া, শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, চিনাকান্দি বিওপির নায়েব সুবেদার মো. আনোয়ার হোসেন অন্যায়ভাবে নিরিহ মানুষজনকে প্রায় সময়ই শারীরিক নির্যাতন করে আসছেন। তারা বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৮ বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়কের নিকট দাবী জানান। হাবিবুর রহমান জানান, ১৩ নভেম্বর সকালে রাজাপাড়া গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে গিজাতলা বাজারের মুদি ব্যবসায়ী মো. হাবিবুর রহমান নিজ বাড়ি হতে গুচ্ছগ্রাম যাওয়ার পথে চিকাকান্দি বিওপির নায়েব সুবেদার মো. আনোয়ার হোসেনসহ কয়েকজন বিজিবির সদস্যরা হাবিবুর রহমানের গতিরোধ করে। গুচ্ছগ্রামের মো. শহীদ মিয়াকে চিনেন কিনা জানতে চান হাবিবুর রহমান চিনেন বলে জানানোর পর বিজিবির কয়েকজন তার হাত বেধেঁ লাঠি দিয়ে বেদড়ক মারপিঠ করতে থাকেন এবং তার পকেটে থাকা ত্রিশহাজার টাকা নিয়ে যান। এ সময় হাবিবুর রহমানের চিৎকার শুনে তার মা,বাবা,দুই বোন ও চাচা এগিয়ে আসলে নায়েব সুবেদার আনোয়ার হোসেন সহ বিজিবির সদস্যরা নারীদের উপর ও লাঠি চার্জ করেন। এতে ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে তাৎক্ষনিক উদ্ধার করে বিশ^ম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মো. হাবিবুর রহমান(২৫),তার মা জরিনা খাতুন(৪৭),বোন রুবেনা খাতুন(১৫) ও শিরিনা খাতুন(২১)। এ ব্যাপারে অভিযুক্ত ২৮ বর্ডার গার্ড বিজিবি চিনাকান্দি অঞ্চলের নায়েব সুবেদার আনোয়ার হোসেনের মুঠোফোনে কল দিলে তিনি এই বিষয়ে মন্তব্য করতে চাননি।

    আরও খবর

    Sponsered content