• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সুনামগঞ্জের মধ্যনগরে চোলাই মদ সহ ৭ জন গ্রেফতার

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২১ , ২:১৩:৫৭ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল
    বিশেষ প্রতিনিধি।

    সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (উঃ) ইউনিয়নের ইছামারী গ্রামে বৃহস্পতি,বার (১৮ নভেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ তৈরি উপকরণ ১৪১ লিটার (ওয়াশ) ও ২ লিটার মদসহ ৭ জন কে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলো ইছামারী গ্রামের জুয়াকিম তজু(৫২),রূপনগর গ্রামের আদ্দুল কুদ্দুস (৪২),জামালপুর গ্রামের আলম (৩০), একই গ্রামের কামরুল ইসলাম (২৬),আন্তরপুর গ্রামের হারুন মিয়া (২৯) একই গ্রামের মো. টিটু মিয়া,গুলগাঁও গ্রামের শফিকুল ইসলাম (২৪)।

    মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব জানান, গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content