প্রতিনিধি ২১ নভেম্বর ২০২১ , ৭:৪০:১২ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। নেত্রকোণা জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এবং জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা শামছুন্নাহার বিউটি শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন। শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্ঠা এবং সাবেক তথ্য সচিব সৈয়দ মার্শুব মোর্শেদের সভাপতিত্বে শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে ঢাকার বিজয়নগরের (থ্রি স্টার) হোটেলের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ বিতরণ উদ্ধোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদের মহাসচিব মো. আর কে রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শহীদুর রশিদ ভুইয়া।