• অনিয়ম / দুর্নীতি

    শাল্লায় মৌলভী শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, অভিযুক্তের ভিন্নমত

      প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২১ , ১:৩৭:১১ অনলাইন সংস্করণ

    আল-হেলাল,সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক হোসাইন আহম্মদ শাহিদীর বিরুদ্ধে শিক্ষক নিবন্ধন জালিয়াতির দায়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ১৭ নভেম্বর লিখিত অভিযোগটি দায়ের করেছেন উপজেলার কান্দিগাঁও গ্রামের মৃত কিতাব আলীর পুত্র মোঃ ইকরামুল হোসেন। অভিযোগে প্রকাশ, ২০১০ সালের ১৭ আগস্ট শাল্লা উপজেলার শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ে মৌলভী শিক্ষক হিসেবে যোগদান করেছেন একই উপজেলার কান্দিগাঁও গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র মোঃ হোসাইন আহম্মদ শাহিদী। তার ইনডেক্স নং ১০৫২০৮৬। এনটিআরসিএর শিক্ষক নিবন্ধন পরীক্ষার রোল ১০৭২৫০১৮ নম্বরভূক্ত ফলাফল বিবরনী দেখিয়ে তিনি তার নিয়োগ অনুমোদন করেছেন। অথচ জাতীয় ওয়েবপোর্টালের এনটিআরসিএর রোল ১০৭২৫০১৮ নম্বরভূক্ত উত্তীর্ণ শিক্ষার্থী হচ্ছেন মোঃ হাফিজুর রহমান নামের আরেক ব্যক্তি। নিবন্ধিত শিক্ষক হাফিজুর রহমানের রোল নম্বরভূক্ত নিবন্ধন সনদ জালিয়াতি করে মোঃ হোসাইন আহম্মদ শাহিদী মৌলভী শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবৎ চাকুরী করে সরকারী সুবিধা ভাগিয়ে নিচ্ছেন।
    ভূয়া নিবন্ধন সনদে শিক্ষকতায় যোগদান করে মোঃ হোসাইন আহম্মদ শাহিদী শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও মৌজা,কান্দিগাঁও মৌজায় কোটি কোটি টাকার জমিজমা ও সিলেট শহরে বাড়ী প্লটের মালিক হয়েছেন। জ্ঞাত আয় বহির্ভূত ভূসম্পত্তির মালিক হিসেবে এলাকায় তার একটি সন্ত্রাসী লাঠিয়াল বাহিনীও রয়েছে। তার বেআইনী দাপটে এলাকাবাসী অতিষ্ট বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
    অভিযোগের ব্যাপারে জানতে চাইলে হোসাইন আহম্মদ শাহিদী বলেন,আমার শিক্ষাগত যোগ্যতার সকল কাগজপত্র ও নিবন্ধন সনদ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আছে। চাইলে যে কেউ দেখতে পারেন। জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন,অভিযোগের আলোকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করবো।

    আরও খবর

    Sponsered content