প্রতিনিধি ৩ নভেম্বর ২০২১ , ৪:১৯:৫১ অনলাইন সংস্করণ
প্রবাস ডেস্ক: সুনামগঞ্জ জেলার দিরাইয়ের ভাটিপাড়া গ্রামের ‘উদির হাওর’ জলমহাল দখলকে কেন্দ্র করে রুয়েদ মিয়া (৪০) হত্যা মামলার প্রধান আসামী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ অন্য আসামীদের বিচারের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) দুপরে আমেরিকার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ কাজলনুর মিয়া। প্রদীপ রায় যেন জেল থেকে ছাড়া না পায়, সে জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আবেদন জানান এ প্রবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজলনুর মিয়া বলেন, ‘প্রদীপ রায় স্থানীয় সাংসদ ড. জয়া সেনগুপ্তার প্রতিনিধি পরিচয়ে প্রভাব খাটিয়ে উপজেলার প্রতিটি এলাকায় বিভাজন সৃষ্টি করে হত্যাকান্ডের মত ঘটনা ঘটাচ্ছে। গত (১৮ অক্টোবর) বিকালে প্রদীপ রায়সহ তার বাহিনীর লোকজন আমার ভাই রুহেদ মিয়াকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে প্রদীপ রায়কে প্রধান আসামী করে থানায় মামলা হয়েছে। প্রদীপ রায়কে গ্রেফতারও করেছে র্যাব। আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মামলার অন্য আসামীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াছে। তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। বর্তমানে আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদেরকে হত্যার হুমকিও দেয়া হচ্ছে। এ ঘটনার প্রতিকার চেয়ে আমি আমেরিকায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি। তারা এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।’ কাজলনুর মিয়া আরো বলেন, ‘দীর্ঘ ১২ বছর ধরে দিরাইতে আমার মালিকানাধীন জমিতে আমার আত্নীয়-স্বজন দেশীয় ছোট মাছ ধরার জন্য বাঁধ দিয়ে থাকেন। কোন দিন কেউ বাধা দেয় নি। হঠাৎ করে দিরাই উপজেলার মেঘনা বারঘর বিলের অলিখিত ইজারাদার প্রদীপ রায় তার লোকদের দিয়ে আমার জমিতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে। মামলা-হামলার ভয় দেখিয়ে গরিব ও খেটে খাওয়া মৎস্যজীবীদের মাছ ধরা থেকে বঞ্চিত করছে। যারা বিগত উপজেলা নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দিন-রাত পরিশ্রম করেছেন, তাদের কথা না ভেবে প্রদীপ তার স্বার্থ ও কিছু আওয়ামী লীগ নেতার উন্নয়নে কাজ করছেন। দিরাইতে আমার নামে ৩০ কেদার জমি আছে। আমরা তাদের বিলের আশপাশেও যাই না। আমার নামের জমিতে আমার লোকজন মাছ ধরতে পারছে না। তাই আমার আত্নীয়-স্বজন ও ভায়েরা এর প্রতিবাদ জানিয়েছে। থানায় ও স্থানীয়ভাবে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রদীপ রায় বৈঠকের কোন কথাই মানেন নি। প্রভাব খাটিয়ে আমার জলাশয়ের মাছ লুটে নেয়ার চেষ্টা করছে।’”