প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২১ , ৬:৫২:৫৪ অনলাইন সংস্করণ
নিহতদের লাশ ও স্বজনদের আহাজারি – ছবি : নয়া দিগন্ত
মুন্সীগঞ্জে নির্বাচনের ফল ঘোষণার পর সহিংসতার ঘটনায় দুই জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, চরাঞ্চলের বাংলাবাজারে শাকিল (১৭) ও পঞ্চসারে রিয়াজুল শেখ (৬০)। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে নির্বাচনের ফল ঘোষণার পর এ ঘটনা ঘটে।
বাংলাবাজরের নিহত শাকিল কাচিকাটা গ্রামের হারুন মোল্লার ছেলে ও রিয়াজুল শেখ পঞ্চসারের গোসাইবাগ এলাকার মৃত আলতাফ উদ্দিন শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার বাংলাবাজারের কাইজ্জার চর এলাকায় নির্বাচনের ফলাফল পক্ষে না যাওয়ায় সংরক্ষতি মহিলা মেম্বার (বই প্রতীকের) প্রার্থী আরাফ বেগমের কর্মী সর্মথকদের হামলায় জয়ী হওয়া (কলম প্রতীকের) মহিলা মেম্বার রাবেয়া বেগমের ভাগিনা শাকিলকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে।
অপরদিকে একই সময় শহরের উপকণ্ঠ পঞ্চসারের গোসাইবাগ এলাকায় জয়ী হওয়া আনারস প্রতীকের স্বতন্ত প্রার্থী গোলম মোস্তফার কর্মী সর্মথকদের হামলায় অপর স্বতন্ত্র বিএনপির প্রার্থী টেলিফোন প্রতীকের সমর্থক রিয়াজুল শেখ নামের একজন নিহত হয়েছেন। এ সময় এখানেও ১০ জনের মতো আহত হয়েছেন বলে অভিযোগস পাওয়া গেছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তি (ওসি) মো: আবু বক্কর সিদ্দিক এ সব হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন।