• দুর্ঘটনা

    বুড়িমারী স্থলবন্দরে বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা

      প্রতিনিধি ২১ নভেম্বর ২০২১ , ৭:৩২:৪৩ অনলাইন সংস্করণ

    মোঃ নুরনবী হোসেন রাজ, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ বুড়িমারী স্থলবন্দরে বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি করা এক মাত্র জায়গা, ভারত চ্যাংড়াবান্ধা থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে আর সেই ট্রাক আজ কলাবাগান রুটে যাওয়ার সময় পোল্টি খেয়ে পড়ে যায় এবং ট্রাকের যা পাথর ছিল সব পরে গিয়েছে । কিছুদিন আগে এই রুটে আরো ভারতীয় ট্রাক পোল্টি খেয়ে পড়ে গিয়েছিল কিন্তু এখনো রোডটি মেরামত করা হয়নি। স্থানীয় সূত্রে জানতে পেরেছি কয় মাস আগে বৃষ্টির কারণে এই রাস্তা টা অনেক খারাপ হয়ে গিয়েছে এবং ভারতীয় ট্রাকগুলোতে অনেক বেশি পরিমাণ পাথর থাকার কারণে রাস্তাটি আরও ভেঙে যায় এবং পরবর্তীতে ট্রাক চলাচল করলে পোল্টি খেয়ে দুর্ঘটনা ঘটে । ২১ শে নভেম্বর রবিবার ২০২১ খ্রিস্টাব্দে বিকাল তিনটা বাজে বুড়িমারী স্থলবন্দর রেল স্টেশন এর চৌরঙ্গী কলাবাগান রুটে ভারতীয় ট্রাক টি পোল্টি খেয়ে দুর্ঘটনা ঘটে, আরো জানতে পেরেছি ড্রাইভার আহত হয়েছে স্থানীয় জনগণ তাকে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করান এবং এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি । পাশে ১নং বুড়িমাী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের,কাছ থেকে জানতে পেরেছি তিনি বলেন যে এই ভারতের ট্রাক টি এক ঘন্টা আগে যদি পোল্টি খেয়ে পড়তো তাহলে আমার স্কুলের ছাত্র ছাত্রী সেখান দিয়ে পাশ দিয়ে চলাফেরা করে কোন একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতো তাই এই রাস্তার মেরামত করে দেওয়ার জন্য আবেদন করছি ।

    আরও খবর

    Sponsered content