প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২১ , ১২:১৬:২৭ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১৪৬ বোতল ভারতীয় মদ অফিসার্স চয়েসসহ শাহাবুদ্দিন (৪৫) নামে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের নয়াদুবাগ হাসপাতাল রোড থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন সিলেটের জকিগঞ্জ উপজেলার লাফাকোনা গ্রামের মৃত শফিক আলীর ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়ের নির্দেশনায় এসআই নিয়াজ মোর্শেদ আবিরের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে বিয়ানীবাজারের নয়াদুবাগ হাসপাতাল রোড এলাকায় অভিযান চালায় এবং ১৪৬ বোতল অফিসার্স চয়েস মদসহ পেশাদার মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহাবুদ্দিনের তিন সহযোগী পালিয়ে যায়। বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। তাছাড়া পলাতক তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে থানা পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।