প্রতিনিধি ২২ নভেম্বর ২০২১ , ৮:৫৩:৫৯ অনলাইন সংস্করণ
ছবি- সংগৃহীত
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সিলেট বিভাগে ৫ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার সকাল থেকে শহরের মল্লিকপুর বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দূরান্তের যাত্রীরা দ্বিগুণ ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশাসহ বিকল্প বাহনে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।
সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, সেতুর টোল প্রত্যাহার ও পরিবহন শ্রমিকদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে সিলেট বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সুনামগঞ্জসহ বিভাগের চার জেলায় সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে। শ্রমিক নেতারা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট শাখার ডাকে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সংহতি জানিয়ে ধর্মঘট পালন করছে। কর্মবিরতির ফলে সুনামগঞ্জের ১০টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল করিম বলেন, দাবি মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে পরিবহন শ্রমিকরা সকল রুটে বাস পরিচালনা করবেন।