প্রতিনিধি ২২ নভেম্বর ২০২১ , ৬:৫০:২৫ অনলাইন সংস্করণ
মোঃ মিজান মিয়া, দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড়কাপন গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের সংঘবদ্ধ হামলায় মৃত- তেরা মিয়ার পুত্র আহাদ মিয়া (৬৫) ও রেনু মিয়ার ১০ বছরের শিশুপুত্র ফারহান মিয়া গুরুতর আহত হয়েছেন।
গুরুতর আহত আহাদ মিয়া বর্তমানে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও ফারহান মিয়া দিরাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহাদ মিয়ার চোখের অবস্থা খুবই খারাপ, এছাড়াও চোখের উপরে মাথার পিছনে ও হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় গত ১৭ নভেম্বর বুধবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় একই গ্রামের মৃত আব্দুল গনির পুত্র ডাকাতি মামলায় জেল খাটা আসামী আবু সালেহ এর নেতৃত্বে তার আপন ভাই আব্দুর রব ওরফে সুয়েব, সুমন মিয়া ও কাওছার মিয়া এবং আবু ছালেহ এর পুত্রদ্বয় নাদিম হোসেন ও তামিম মিয়া দেশীয় অস্ত্র নিয়ে আহাদ মিয়ার ঘরে প্রবেশ করে উনার ছেলে সুজাত মিয়াকে মারধোর করার জন্য খোঁজ করলে উনি ছেলে ঘরে নেই বলতেই সবাই একসাথে বয়োবৃদ্ধ আহাদ মিয়ার উপর ঝাপিয়ে পড়ে। তাদের আঘাতে আহাদ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে উনার ভাতিজা ১০ বছরের শিশু ফারহান মিয়া কান্নাকাটি শুরু করলে আবু সালেহ এর লোকজন শিশুকেও রেহাই দেয়নি অত্যাচার থেকে।
ঘটনার ৪ দিন পর আহতের ছেলে সুজাত মিয়া বাদী হয়ে ৬ জনকে আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান দৈনিক ভাটি বাংলা কে বলেন তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।