প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২১ , ৬:৫১:১৪ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। সোমবার ২৯ নভেম্বর বিকেল ৫ ঘটিকার সময় দিরাই উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. ফয়েজুর রহমান ৬ জনের মনোনয়নপত্র বাতিল করেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঋণ খেলাপির দায়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই রিটার্নিং কর্মকর্তা। বাতিলকৃত প্রার্থীরা হলেন- দিরাই সরমঙ্গল ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রঞ্জিত রায়, জাসদ মনোনীত কৃষ্ণ কান্ত রায় ও করিমপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রামিম চৌধুরী। কৃষ্ণ কান্ত রায় ও রামিম চৌধুরী আয়কর রিটার্ন দাখিল না করায় তাদের মনোনয়ন বাতিল হয়। এছাড়া মনোনয়নপত্রে প্রস্তাবকারী, সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় করিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দীপক রঞ্জন দাস, জগদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন ও ভাটিপাড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সুহেদ আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দিরাই উপজেলার নয়টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।