• রাজনীতি

    ঠাকুরগাঁওয়ে বিএনপির গণঅনশন কর্মসূচী পালিত

      প্রতিনিধি ২০ নভেম্বর ২০২১ , ২:১৬:৪৭ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি॥

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঠাকুরগাঁওয়ে গণ অনশন কর্মসুচি পালন করেছে জেলা বিএনপি।

    শনিবার বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচী পালন করা হয়। গণঅনশন কর্মসূচিতে জেলা বিএনপির নেতাকর্মীরা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার আয়োজনে গণঅনশনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এবং বিএনপি’র মহাসচীব মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমীন, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, আবু তাহের দুলাল, সাংগঠনিক সম্পাদক এসএম মজিদুল ইসলাম, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. জয়নাল আবেদীন প্রমুখ
    বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।

    আরও খবর

    Sponsered content