• লিড

    টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে হত্যা করে থানায় ফোন

      প্রতিনিধি ২১ নভেম্বর ২০২১ , ৭:৫৩:১৭ অনলাইন সংস্করণ

    আটক আমিনুল ইসলাম- ছবি: নয়া দিগন্ত


    টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী নিজেই থানায় ফোন করে সংবাদ দিয়েছেন।

    থানায় ফোন করে স্বামী আমিনুল ইসলাম (২৮) বলেন- ‘আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান।’ পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে য়ায়।

    ঘাটাইল উপজেলার ভাবনদত্ত কাছড়া গ্রামে শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী আমিনুল ইসলাম তার স্ত্রী মিনারাকে (২২) শ্বাসরোধ করে হত্যা করেন। আমিনুল ওই গ্রামের শামছুল ইসলামের ছেলে।

    ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম সরকার বলেন, স্ত্রী মিনারাকে হত্যার পর ঘাতক স্বামী আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করে জানায়, ‘আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান।’ পরে ঘটনাস্থল থেকে আমিনুলকে আটক করা হয়। সে প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে।

    ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় মিনারার লাশ। এ ঘটনায় নিহতের বাবা মামলা করেছেন।

    স্থানীয়রা জানান, মিনারা ছিলেন আমিনুলের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী আমিনুলকে ছেড়ে চলে যাওয়ার পর তিনি মিনারাকে বিয়ে করেন। আমিনুল কয়েক বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরে অটো চালাতেন। পারিবারিক কলহের জেরে আমিনুল তার স্ত্রীকে হত্যার পর তিনি নিজেই পুলিশের কাছে ধরা দেন।

    আরও খবর

    Sponsered content