প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২১ , ৬:৪৩:২৯ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিভিন্ন ত্রুটির কারণে যাচাই-বাছাই এর মাধ্যমে জগন্নাথপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। আর মাত্র কয়েক দিন বাকী। ২৬ শে ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, পাটলী, সৈয়দপুর-শাহারপাড়া, চিলাউড়া- হলদিপুর, পাইলগাঁও, আশারকান্দী ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর নির্বাচন। এই নির্বাচন পদে নির্বাচন করার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ৪০জন,সংরক্ষিত নারী সদস্য পদে ৮৯ জন ও সাধারণ সদস্য পদে ২৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। তমধ্যে ২৯ শে নভেম্বর যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন ত্রুুটি থাকার কারণে রানীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ মজলুল হক ও পাটলী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নবাব সলিমুল্লাহ এর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। অন্যন্য প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ বলে জানা গেছে। এ বিষয় এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান বলেন, আগামী ২৬ শে ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৪০ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ৮৯ জন সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী এবং ২৪০ জন সাধারণ সদস্য পদপ্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। আজ ২৯ শে নভেম্বর যাচাই-বাছাই এর মাধ্যমে বিভিন্ন ত্রুটির কারণে ২ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। অন্যান্য প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আপিল ৩০ নভেম্বর থেকে ২ডিসেম্বর,আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার এর শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।