প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২১ , ১:০৩:০৩ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদ প্রার্থীরা কর্মী – সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন। চলতি সনের ডিসেম্বর মাস এর ২৩ তারিখ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্কবাচন করতে আজ ১৭ ই নভেম্বর রোজ বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব মোঃ তেরাব আলী সাহেবের সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রফিক মিয়া। ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ পেতে তিনি সকলের দোয়া, ভালবাসা,সমর্থন ও ভোট প্রত্যাশী। এছাড়াও চিলাউড়া -হলদিপুর ইউনিয়ন পরিষদ এর ১নং ওয়ার্ড এর বর্তমান মেম্বার রণধীর কান্তি রান্টু, ৭ নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী মোঃ আর্শাদ আলী, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ তারা মিয়া, ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ আছাদুল হক, ৪নং ওয়ার্ডে বর্তমান মেম্বার মোঃ আব্দুল কাইয়ুম ও ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ লিয়াকত হোসেন অমৃত সহ একাধিক প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।