প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২১ , ২:০৮:৪৫ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। নেত্রকোণার কেন্দুয়ার ৩নং দলপা ইউপির দলপা দক্ষিনপাড়া গ্রামের কৃষক ও রাজমিস্ত্রী জিপন মিয়া গত ৭ মাস পূর্বে ৩ মাসের গর্ভবতী অষ্ট্রেলিয়ান প্রজাতীর একটি গাভী ৯০ হাজার টাকায় ক্রয় করেন। গাভীটি গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে একে একে তিনটি বকনা বাছুর প্রসব করে। খবরটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে। উৎসুক মানুষ ছুটে আসেন জিপন মিয়ার বাড়ী। সোমবার (১৫ নভেম্বর) সরেজমিনে গিয়ে কথা হয় জিপন মিয়া সাথে। তিনি জানান, গত বৈশাখ মাসে ৩ মাসের গর্ভবতী অষ্ট্রেলিয়ান প্রজাতীর গাভীটি ৯০ হাজার টাকায় বাজার থেকে কিনে আনেন। তার আরও ২টি গাভীসহ ৩টি গরু রয়েছে। তিনি বলেন, আমি, স্ত্রী রুমা আক্তার, ছোট ভাই রিপন মিয়া ও তার স্ত্রী মনি আক্তার আমরা একান্নভূক্ত পরিবার। রাজমিস্ত্রী কাজের বাইরে গরু পালন করি। আমার অষ্ট্রেলিয়ান গাভীটি বৃহস্পতিবার একে একে ৩টি বকনা বাছুর জন্ম দিলে গ্রামের মানুষ দেখতে আসেন। খবর পেয়ে প্রাণী সম্পদ অফিস থেকেও ২জন আসছিলেন। প্রতি দিনই মানুষ দেখতে আসে। আমার বাড়ী সংলগ্ন নতুন একটি জামে সমজিদ হচ্ছে। আমি সেখানে ৬ মাস আগে কিছু জমি দান করেছি। আল্লাহর রহমতে স্বাভাবিক ভাবে আমার গাভী ৩টি বাছুর দিয়েছে। গাভী ও বাছুর সুস্থ্য রয়েছে। আমি বিরাট খুশী। এখন আমার ৭টি গরু হয়েছে। একটি খামার দিতে চাই। যদি সরকারীভাবে সহযোগিতা পাই গরুর খামার করতে সহজ হবে। এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: খোরশিদ দেলোয়ার বলেন, গাভীটির ৩ বছুর হওয়ার খবর পেয়ে আমাদের লোকজন জিপন মিয়ার বাড়ী গিয়ে ছিলেন। আমরা পরামর্শ দিয়েছি। তিনি খামার করার জন্য কৃষি ব্যাংকে যোগাযোগ করলে লোন পেতে পারেন। আমাদের পক্ষ হতে সব ধরনের সহযোগীতা করা হবে।