• সুনামগঞ্জ

    উপজেলা পদ্ধতি চালু করে পল্লীবন্ধু এরশাদ সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন

      প্রতিনিধি ৩ নভেম্বর ২০২১ , ৭:১৫:০১ অনলাইন সংস্করণ

    উপজেলা দিবসের আলোচনায় বক্তারা

    সুনামগঞ্জ প্রতিনিধি: উপজেলা দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির নেতা ইসকন্দর আলীর সভাপতিত্তে জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি এমদাদুল হক দিলরবের পরিচালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অথিতি বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাঃ আব্দুল আউয়াল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক দিরাই উপজেলার জাতীয় পার্টির আহবায়ক শেখ জাহির আলী, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-০৪ সদর আসনের মনোয়ন প্রত্যাশি তরুণ জননেতা এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল), জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ.এম ফারুক আহমদ, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (লাল), জেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক ও জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন (অভি), তাহিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজির আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, তাহিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামছুল হুদা, জাপা নেতা শিমুল মিয়া, জেলা ছাত্র সমাজের সভাপতি সজীব আহমদ, জাতীয় পার্টির নেতা আব্দুল মালেক, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ফারুক মিয়া, যুব নেতা শাকিব সিকদার সেলিম, সুনামগঞ্জ জেলা ছাত্র সমাজের সাবেক সদস্য সচীব সাইদুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় যুব সংহতীর সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমদ, জাপা নেতা আজিদ আলী, জাপা নেতা রমিজ উদ্দিন, জাপা নেতা ছাব্বির আহমদ, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি হাজী মহর উদ্দিন, উপজেলা দিবসের আলোচনা অংশ নিয়ে বক্তারা বলেন উপজেলা পদ্ধতির মাধ্যমে প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি সারা বাংলাদেশের উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছিলেন এবং পূর্ণাঙ্গ উপজেলা পদ্ধত্বি চালু করার জন্য সরকারের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ বলেন রাষ্ট্র ধর্ম ইসলাম ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদকে নিয়ে সরকারের একজন প্রতিমন্ত্রী কুটুক্তি করেছেন তা অত্যান্ত দুঃখ জনক। ২০২১ সালে পঞ্চদশ সংশোধনীতে বর্তমান সরকার রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল রেখেছেন, রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে কুটুক্তি করে মন্ত্রী নিজেই তাহার শপথ ভঙ্গ করেছেন। দেশে যখন অরাজ্ক পরিস্থিতি বিরাজ করছে ঠিক সেই মুহুর্তে রাষ্ট্র ধর্ম ইসলাম ও সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যানকে কুটুক্তি করে প্রতিমন্ত্রী সরকারের ভাবমুর্তি নষ্ট করেছেন। নেতৃবৃন্দ বলেন এই প্রতিমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। অবিলম্বে তাহাকে মন্ত্রী পরিষদ থেকে অপসারণ করে তাহাকে পাবনা পাগল খানায় ভর্তি করার জন্য সরকার প্রধানের প্রতি আহবান জানান। সা¤প্রদায়িক সম্পৃতি নষ্ট করতে চায় তাদেরকে খুজে বের করে দৃষ্ঠান্ত মুলক শাস্তি প্রদান করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

    আরও খবর

    Sponsered content