প্রতিনিধি ১২ অক্টোবর ২০২১ , ৩:৫৯:১৬ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধিঃ সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষের মিছিলে মিছিলে উত্যপ্ত হয়ে উঠেছে সিলেটের রাজপথ। মঙ্গলবার জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সিলেট জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি হন- নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাহেল সিরাজ। মহানগর ছাত্রলীগের কমিটিতে সভাপতি হন- কিশওয়ান জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. নাঈম আহমদ। কমিটি ঘোষণার আধা ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় কমিটিতে ৬ ছাত্রনেতার নাম ঘোষণার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেন সদ্য ঘোষিত কমিটির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান। তারপরই একইভাবে স্ট্যাটাস দিয়ে কেন্দ্রীয় সদস্য পদ থেকে পদত্যাগ করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেট্রাপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী জাওয়াদ ইবনে জাহিদ খান। এদিকে, কমিটি ঘোষণার বিকেলে সিলেট নগরীতে কমিটির পক্ষে- বিপক্ষে মিছিল বের করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটিকে স্বাগত জানিয়ে সিলেট নগরীর রিকাবীবাজার, দর্শন দেউড়ি, টিলাগড় থেকে মিছিল বের করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হয়। তাছাড়া গোলাপগঞ্জে কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করে স্থানীয় ছাত্রলীগ। অপরদিকে, কমিটির বিপক্ষে মিছিল করেছে ছাত্রলীগের একটি পক্ষ। নগরীর তেলিহাওর থেকে মিছিলটি বের করে জিন্দাবাজারে আল-হামরা মার্কেটের সামনে আসলে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। পুলিশী বাধা উপেক্ষা করে মিছিলটি সামনে অগ্রসর হয়। চৌহাট্টা পয়েন্টে গিয়ে বিক্ষোভকারী নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। কিছু সময় সড়ক অবরোধ শেষে ফিরে যান তারা।