• লিড

    সিলেটের এসপি ফরিদ উদ্দিন এর মাতৃবিয়োগঃ বৃহত্তর জৈন্তা রিপোর্টার্স ক্লাব সহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

      প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২১ , ৬:৪৮:৪৩ অনলাইন সংস্করণ


    মোঃ বদরুজ্জামান বদরুলঃ সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ও কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৬নং ঘোলপাশা ইউপি: আওয়ামী-লীগের সহসভাপতি এ কে খোকন এর মমতাময়ী মা ফাতেমা জাহান বানু আজ সকাল ৮.৩০ মিনিটের সময় সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ
    তিনি হার্ট অ্যাটাক করে আইসিওতে চিকিৎসাধীন ছিলেন। ফাতেমা জাহান বানু দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার সন্তান, নাতি-নাতনি, পরিবার-পরিজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
    জানাযা ও দাফনঃ সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর মাতা ফাতেমা জাহান বানুর প্রথম জানাযার নামাজ শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।
    জানাযার নামাজে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেটের জেলা প্রশাসক মো. এমদাদুল হকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও পুলিশ সদস্যগণ।
    গতকাল (১৫ অক্টোবর) মাগরিবের নামাজের পর ধনুসাড়া গ্রামে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে।
    শোক প্রকাশঃ এসপি ফরিদ উদ্দিন ও আওয়ামী লীগ নেতা এ কে খোকন ও শবুজ এর মমতাময়ী মা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৃহত্তর জৈন্তা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন ও দৈনিক তরুণ কন্ঠ পত্রিকা, দৈনিক যুগ-যুগান্তর পত্রিকা, দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা, দৈনিক বিজয়ের বানী, কুমিল্লাবিডি.ডটকম পরিবারের পক্ষ থেকে এবং চৌদ্দগ্রাম উপজেলা ও ৬নং ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন পক্ষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
    শোকবার্তায় মিডিয়া সমূহের পরিবার ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
    এদিকে, পুলিশ সুপারের মাতৃবিয়োগে সিলেট জেলা পুলিশের পক্ষ হতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content