• প্রবাস বাংলা

    শীঘ্রই আসছে ইংল্যান্ড প্রবাসী কবি ও লেখক এম এ গফফার রচিত ‘মাতৃভূমি ও প্রবাসের স্মৃতি রূপান্তর’ বই

      প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২১ , ৭:০৫:৫১ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুলঃ বিশিষ্ট কবি ও লেখক ডার্নাল শেফিল্ড ইংল্যান্ড প্রবাসী, বাংলাদেশের ভাটি অঞ্চল খ্যাত সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল গফফার রচিত “মাতৃভূমি ও প্রবাসের স্মৃতি রূপান্তর” বই শীঘ্রই প্রকাশিত হচ্ছে যাচ্ছে।
    বইটিতে গল্প, কবিতা ও ভ্রমণ কাহিনী স্থান পেয়েছে। লেখকের এটা নতুন বই হলেও যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তিনি শিরোনাম, বিষয়বস্তু ও শব্দ চয়নে।
    প্রতিটি লেখায় ফুটে ওঠেছে লেখক মনের গভীরে লুকিয়ে থাকা স্বদেশ প্রেম, প্রকৃতি, দেশের পেলে যাওয়া দিনগুলির সুখ-দুঃখের স্মৃতি কথা। প্রেম বিরহের কাহিনীতে নেই উগ্রতা অশ্লীলতার ছিটেফোঁটা, সেখানে রয়েছে বিরহ – বিচ্ছেদ এর কষ্ট যাতনা আর অজানা দেশে চলে যাবার কথা স্মরণ করিয়ে দিয়ে লেখক এখানে নৈতিকতাকে সমুন্নত রেখেছেন। তেমনি ভ্রমণ কাহিনী সহ অন্যান্য লেখাতে প্রবাসের স্মৃতির সাথে সাথে সে-দেশের সামাজিক কৃষ্টি কালচার ও জীবনাচার তুলে ধরেছেন তেমনি জন্ম মাতৃভূমির প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য যেমন এসেছে বর্ণনায় তেমনি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন অসংগতি নিখুঁত ভাবে তুলে ধরায় চেষ্টা করেছেন লক্ষনীয়ভাবে।
    প্রবাসের বাঁধাধড়া ও কর্মব্যাস্ততার মাঝে গল্প ভ্রমণ ও স্মৃতিচারণ মূলক বই প্রকাশ অত্যান্ত কঠিন ও দূরুহ ব্যাপার, এই অসম্ভবকে সম্ভব করায় লেখক এম এ গফফার পাঠকদের উপহার দিয়েছেন মাতৃভূমি ও প্রবাসের স্মৃতি রূপান্তর বই।

    প্রসঙ্গতঃ লেখক এম এ গফফার সিলেটের আঞ্চলিক প্রিন্ট পত্রিকা মানব চাহিদা প্রিন্ট ও অনলাইন এর ইংল্যান্ড প্রতিনিধি ও সিলেট থেকে প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল “সিলেটের সমাচার ও এস এস টিভি (অনলাইন চ্যানেল) এর প্রধান সম্পাদক। এছাড়াও তিনি এ-যুগের বেশি সময় ধরে বিভিন্ন প্রিন্ট পত্রিকা, অনলাইন ও সাহিত্য সাময়িকীতে নিয়মিত ভাবে লিখে যাচ্ছেন।

    আমরা বইটির বহুল প্রচার ও সফলতা কামনা করি।  

    আরও খবর

    Sponsered content