• সারাদেশ

    শিবালয়ে এক বছরেও জাতীয় পরিচয় পত্র পাননি এক গ্রামের শতাধিক মানুষ

      প্রতিনিধি ৬ অক্টোবর ২০২১ , ৩:৫১:২৮ অনলাইন সংস্করণ

    শিবালয়ে এক বছরেও জাতীয় পরিচয় পত্র পাননি এক গ্রামের শতাধিক মানুষ

    মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ

    জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য স্থানীয় নির্বাচন অফিসে প্রায় এক বছর যাবৎ ঘুরাঘুরি করছে শিবালয় উপজেলার ছোট আনুলিয়া গ্রামের শতাধিক মানুষ । প্রয়োজনীয় কাগজপত্র, তথ্য-উপাত্ত জমা দিয়ে অদ্যাবধি পরিচয়পত্র না পাওয়ায় করোনার টীকা রেজিস্ট্রেশন, পাসপোর্ট, সম্পত্তি ক্রয়-বিক্রয় ও অন্যান্য কাজ করতে না পারায় দারুন ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    জানা গেছে, জাতীয় পরিচয় পত্রের জন্য ছোট আনুলিয়া গ্রামের প্রায় ১শ’ ব্যক্তি গত বছর সেপ্টেম্বর মাসে উপজেলা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। দীর্ঘ সময় খোঁজ খবর নিয়েও এরা পরিচয় পত্র না পেয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেকেই জানান, মোবাইল ফোনের হারিয়ে যাওয়া সিমকার্ড তুলতে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হলেও তা করা সম্ভব হচ্ছে না। এ রিপোর্ট লেখার তিন দিন আগে ওই গ্রামের আবেদনকারী একদল মানুষ অফিসে এসে যোগাযোগ করলে আগামী ইউপি নির্বাচনের পরে এ কার্ড দেয়া হবে বলে দায়িত্বশীল কর্মকর্তা জানিয়ে দেন। এ কথায় লোকজনের মাঝে ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে।

    স্থানীয় ইউপি মেম্বার আব্দুস সালাম জানান, ভূক্তভোগীদের অনেকেই নির্বাচন অফিসে এসে অনেক অনুরোধ করলেও কোনো সমাধান হয়নি।
    ভূক্তভোগী ঠান্ডু পোদ্ধার জানান, জাতীয় পরিচয় পত্রের অভাবে সে করোনা ভাইরাস রোধে টীকা নিতে পারছে না। আক্তার হোসেন জানান, সে এ কার্ডের অভাবে বিদেশ যাওয়ার পাসপোর্ট করতে পারছে না।

    এছাড়া, উপজেলার উথলী ইউনিয়নের কাতরাসিন গ্রামের বাসিন্দা চাকুরীজীবী ছালেহা খাতুন জানান, ২০১৪ সালে তার জাতীয় পরিচয়পত্রে নাম-জন্মতারিখ সংশোধনের জন্য আবেদন করা হয়। দীর্ঘ দিন অপেক্ষার পর কোনো সমাধান না হওয়ায় ২০১৯ সালে নির্বাচন অফিসারের পরামর্শে প্রয়োজনীয় অর্থ ব্যাংকে জমা দিলেও অদ্যাবধি তিনি সংশোধিত কার্ড পাননি।

    উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, উক্ত গ্রামের আবেদনকারীদের কার্ড পাওয়ার বিষয় চলমান রয়েছে। আমার এ কর্মস্থলে যোগদানের আগে উক্ত গ্রামের মানুষের আবেদন জমা দেয়া হয়। খুব শিঘ্রই তারা জাতীয় পরিচয় পত্র পাবেন।

    আরও খবর

    Sponsered content