• গ্রেফতার/আটক

    শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী আব্বাস গ্রেপ্তার

      প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২১ , ৬:২৩:৫৯ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রাহ্মনডোরা গ্রামে অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্বাস আলী ওই গ্রামের জহুর আলীর পুত্র। শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আসামী আব্বাস আলী ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহীনির চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। অবশেষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি বলেন, আব্বাস আলীর বিরুদ্ধে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করে বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে। তবে কি মামলার কারাদন্ড হয়েছে তা বলতে পারেননি ওসি।

    0Shares

    আরও খবর

    Sponsered content