• নির্বাচন

    রাত পোহালেই দিরাই কলেজ রোড ব্যবসায়ী সমিতির ১ম নির্বাচন

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২১ , ৮:৩৪:৩৩ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুলঃ সুনামগঞ্জের দিরাই পৌরসভাধীন কলেজ রোডস্থ ব্যবসায়ীদের সরাসরি ভোটের মাধ্যমে ১ম নির্বাচন অনুষ্ঠিত হবে আজ শনিবার (৩০ অক্টোবর ২০২১) সকাল ৯’০০ টায় বাগানবাড়ি কমিনিউটি সেন্টারে। উক্ত নির্বাচনে সভাপতি পদে আবুল কাসেম চৌধুরী চেয়ার, কনর মিয়া মটর সাইকেল ও সেলিম মিয়া ছাতা প্রতীকে। সহ সভাপতি পদে নজরুল, আঙ্গুর ফল, বুলবুল আম ও নিকেশ তালুকদার আনারস প্রতীকে। সাধারণ সম্পাদক পদে মাহবুব ঘোড়া, মকবুল হোসেন সিংহ, হুমায়ুন হরিণ ও মুকিত মিয়া বাঘ প্রতীকে। সহ সাধারণ সম্পাদক পদে রিপন পানির বোতল, খোকন বালতি, মির্জা পানির গ্লাস, সপন জগ ও বিদ্যা দেবনাথ কাপ্লেট প্রতীকে। কোষাধক্ষ্য পদে লিটন মোরগ, সাদ্দাম উটপাখি, ফজলুল করিম দোয়েল পাখি এবং একরাম টিয়া পাখি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    প্রসঙ্গতঃ সুনামগঞ্জ জেলার অন্যতম বৃহত বানিজ্যিক কেন্দ্র দিরাই বাজারে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন থাকলেও এই ১ম বারের মতো দিরাই বাজারের প্রবেশদ্বার কলেজ থেকে বাসস্ট্যান্ড হয়ে থানা পর্যন্ত গুরুত্বপূর্ণ রোডে আজ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই পদে একাধিক পরিচিত মুখ প্রার্থী হওয়ায় ১ম নির্বাচনেই স্থানীয় সরকার নির্বাচনী আমেজ বিরাজ করছে ব্যবসায়ী ও প্রার্থীদের মধ্যে।

    আরও খবর

    Sponsered content