• সংবর্ধনা / উদ্বোধন

    মতিউর রহমানকে বিশাল সংবর্ধনা দিল তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২১ , ৭:১২:০৭ অনলাইন সংস্করণ

    আল-হেলাল: আমেরিকা ফেরত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমানকে বিশাল গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২১ অক্টোবর বৃহস্পতিবার সকালে সিলেট থেকে গোবিন্দগঞ্জ হয়ে সুনামগঞ্জ আসার পথে বিভিন্ন স্থানের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানান তাকে। সিলেট এয়ারপোর্ট থেকে প্রায় সহ¯্রাধিক মোটর সাইকেলের বহর নিয়ে জেলা সদরে প্রত্যাবর্তন করেন তিনি। পথিমধ্যে সুনামগঞ্জ ৫ নির্বাচনী এলাকা ছাতক দোয়ারাবাজার আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা মুহিবুর রহমান মানিক এমপির নির্দেশে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনুর নেতৃত্বে গোবিন্দগঞ্জ,ধারন বাজার ও জাউয়াবাজার এলাকায় দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে সুনামগঞ্জ ৩ আসনের ডাবর,পাগলা বাজার,শান্তিগঞ্জ বাজারে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। বিকাল সাড়ে ৩টায় পৌর শহরের সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে বিশাল গণ সংবর্ধনা জানানো হয় মতিউর রহমানকে। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংবর্ধিত প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান বলেন, স্বাধীনতার শত্রুরা আবারও কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নকে বাধাগ্রস্থ করছে বার বার। এসব ষড়যন্ত্রকারী এখন দেশে সাম্প্রদায়িক সহিংসতা শুরু করেছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার আগে এ দেশে নানাভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন হয়েছে। এখন দেশে শান্তি শৃংখলায় অশান্তি সৃষ্টি করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ষড়যন্ত্রকারীরা। মতিউর রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে শৃংখলা বাহিনী তৈরি হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলে শান্তি-শৃংখলা বজায় রাখতে হবে। স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন স্থানে সরকারী সুবিধা নিচ্ছে, এসব বিষয়ে কড়া নজর রাখতে হবে নেতা-কর্মীদের। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে সকলে মিলে। তিনি বলেন, ইউপি নির্বাচনে বিগত সময়ে যারা বিরোধিতা করেছিল, এবার তারা কেউ আওয়ামী লীগের মনোনয়ন পায় নি। যারা মনোনয়ন পেয়েছেন তারা সবাইকে শেখ হাসিনার নির্দেশ মেনে চলতে হবে। একই সাথে নেতা-কর্মীদেরও দলীয় স্বার্থে কাজ করতে হবে। মনে রাখতে হবে শৃংখলাই শান্তি, শৃংখলাই শক্তি।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.খায়রুল কবীর রুমেন এডভোকেট ও নোমান বখত পলিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায় ও অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, শিল্প ও বাণিজ্য সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহ আবু নাসের, জেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক গোলাম সাবেরীন সাবু, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন,বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোয়েব আহমদ চৌধুরী, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোকশেদ আলী, আ.লীগ নেতা আবু হানিফ, সুরমা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, বীরগাঁও ইউনিয়ন আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম ভূঁইয়া, জেলা তথ্য প্রযুক্তি লীগ নেতা জাকির হোসেন শাহিন, সলুকাবাদ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, গৌরারং ইউপি আ.লীগ নেতা মজর আলী প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থানের নেতা-কর্মীরা অংশ নেন।

    আরও খবর

    Sponsered content