• গ্রেফতার/আটক

    বাগেরহাটে র‍্যাবের হাতে জিনের বাদশা আটক

      প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২১ , ৫:৪৩:৫৫ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার। রামপালের ফয়লা হাট থেকে কথিত জিনের বাদশাকে আটক করেছে র‍্যাব -৬ এর একটি দল। আটককৃত জিনের বাদশা হানিফ ঢালী (৩৫)। সে রামপাল উপজেলার চাঁদপুর গ্রামের মৃত সুবহান ঢালীর ছেলে। কথিত জিনের বাদশা প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন লোকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। রোববার (২৪ অক্টোবর) বেলা ১১টায় র‍্যাব-৬ এর পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুর রহমান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান। প্রেস বিফ্রিংয়ে আরও বলা হয় যে, র‍্যাব-৬ এর একটি আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বাগেরহাটের রামপাল উপজেলার একটি প্রতারক চক্রের সন্ধান মেলে, যারা গভীর রাতে জিনের বাদশা ও পীর দরবেশ সেজে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে বিকাশের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। তারই ধারাবাহিকতায় শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রামপাল থানাধীন ফয়লাহাট থেকে হানিফকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দশটি সিমকার্ড এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কথিত জিনের বাদশা হানিফ প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত হানিফকে রামপাল থানায় সোপর্দ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content