• সংগঠন সংবাদ

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শাল্লা উপজেলা শাখার ৩২ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

      প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২১ , ১১:৫৮:০২ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ মো. হাবিবুর রহমানকে আহবায়কও মিটু চন্দ্র বিশ^াসকে সদস্য সচিব করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সুনামগঞ্জের শাল্লা উপজেলা শাখার ৩২ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
    সোমবার বিকেলে সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক মো. আব্দুল হক ও সদস্য সচিব জহির আহমদ সুহেল কর্তৃক স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন,যুগ্ম আহবায়ক চন্দন দাস,মো. ইয়াহিয়া আলম,তাপস দাস,প্রিতেশ চন্দ্র দাস,মো. কবির মিয়া,বিধান বৈষ্ণব,মো. আবুল কালাম,অনিমেশ দাস,যুগ্ম সদস্য সচিব প্রিতম দাস,তমা রানী দাস।
    কমিটির সদস্যরা হলেন,মো. রাজু আহমদ,অপূর্ব বৈষ্ণব,মো. লিয়াকত আলী,গুরধন বৈষ্ণব,লিটন চন্দ্র দাস,আব্দুল ছত্তার,দিগেন্দ্র চন্দ্র দাস,মো. ছারোয়ার কামাল,বিপুল চন্দ্র দাস,অসিম কুমার দাস,মো. আলাউদ্দিন,সুবির কুমার দাস,জন্টু কুমার বৈষ্ণব,বিমল সরকার,মো. আকিকুর মিয়া,মো. সেবুল আলম,বিকাশ চন্দ্র বৈষ্ণব,পবিত্র দাস,পিযুষ কান্তি বৈষ্ণব,মাহাবুর রহমান।

    আরও খবর

    Sponsered content