• মানববন্ধন

    পেরুয়া উন্নয়ন ফোরামের উদ্যেগে উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ডাক্তার ও ঔষধ সরবরাহের দাবিতে মানববন্ধন

      প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২১ , ৫:৪৮:৫৮ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। সুনামগঞ্জে দিরাই পেরুয়া উপস্বাস্থ্য কেন্দ্রের মাঠে এক বিশাল মানববন্ধন ও গণস্বাক্ষর এর আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে প্রভাষক মোঃ মোস্তাহার মিয়া মোস্তাকের সঞ্চালনায় এবং সুদন দাসের সভাপতিত্বে মানববন্ধন কুরআন তেলায়ত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। কুরআন তেলায়ত করেন হাফেজ দবিরুল ইসলাম এবং গীতা পাঠ করেন দয়াময় দাস। মানববন্ধনে বক্তব্য রাখেন চরনারচর ইউনিয়নের চেয়ারম্যান রতন কুমার তালুকদার, আওয়ামী লীগ নেতা পরিতোষ রায়, বিশিষ্ট শিক্ষানুরাগী শাহজাহান সিরাজ,দিরাই সহকারী তথ্য অফিসার ফারজানাতুল রায়হান বিথি, সমাজসেবক নেজাবুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আফজাল হোসেন,মোঃ জুনায়েদ, আমির হোসাইন মোঃ মোশারফ মিয়া, লিটন দাস, উক্ত সংগঠনের সভাপতি ইয়াছিন আহমদ, আব্দুল মাজীদ, হৃদয় প্রমুখ। বক্তব্যে সবার অনুভূতি বিভিন্নভাবে পেশ করেছেন। সবার একই উক্তি হাসপাতাল তৈরি করতে সরকার কোটি কোটি টাকা খরচ করে করেছেন। ব্রিটিশ আমলের এই হাসপাতালটি বিভিন্নভাবে অবহেলা বঞ্চনার শিকার হয়ে আসছে,কিন্তু এই সরকারের আমলে বহুতল ভবন হয়েছে অতএব এই ভবন অনুসারে ডাক্তার চাই, সবার একই কথা আমরা ডাক্তার চাই। ডাক্তারের মাধ্যমে এলাকাবাসী সেবা করার সুযোগ করে দিক কর্তৃপক্ষের কাছে এই আহ্বান।

    আরও খবর

    Sponsered content