• আইন আদালত/সাজা

    দায়িত্ব অবহেলা করায় সুনামগঞ্জের ছাতক থানার ওসি প্রত্যাহার

      প্রতিনিধি ২০ অক্টোবর ২০২১ , ৭:৫০:০৮ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ নাজিম উদ্দিনকে দায়িত্ব অবহেলার কারণে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় ওসি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, হত্যা মামলার এক আসামির জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার দায়ে গতকাল মঙ্গলবার বিকেলে ছাতক থানার ওসি কে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। খোজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের ছাতকে একটি হত্যা মামলার আসামিকে থানায় জিজ্ঞাসাবাদের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ‘লাইভে’ প্রচারের ঘটনা ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। পরে শুক্রবার বিকেলে এই ঘটনা খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ও অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেলকে) সদস্য করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান। এবং সেই তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন প্রমাণিত হওয়ায় ছাতক থানার ওসিকে ওই থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

    আরও খবর

    Sponsered content