প্রতিনিধি ২ অক্টোবর ২০২১ , ৭:০৬:২০ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। স্বাভাবিক নিয়মে পাঠদান কার্যক্রম শুরু হলে লেখাপড়ার মান বিঘ্নিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। লেখাপড়ার মান সমুন্নত রাখতে বিদ্যালয় এর শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি প্রতিষ্ঠান প্রধান এর। জানাযায়, সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা সদরে অবস্থিত জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী সংখ্যা ৩৫০ জন। নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হলে শিক্ষক সংকট এর কারনে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা বিরাজমান। ১৯৮৬ সালে ৯ জন শিক্ষক এর পদ নিয়ে সরকারি হওয়া এই বিদ্যালয়ে এখনো পদ বাড়েনি। তবে ৯ জনের পদ থাকলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ ৩ জন শিক্ষক আছেন। বিদ্যালয় এর শিক্ষার মান সমুন্নত রাখতে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া একান্ত প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ ব্যাপারে বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার রায় বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষক সংকট চলছে। সব শ্রেণির পাঠদান প্রতিদিন হলে লেখা পড়ায় বিদ্যালয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জাতীয় ভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, পদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। পর্যাপ্ত শিক্ষক পদায়ন না করলে সুষ্ঠু পরিবেশ ধরে রাখা কঠিন। এই বিদ্যালয় এর অভিভাবক কমিটির সভাপতি সাংবাদিক সানোয়ার হাসান সুনু বলেন, বিদ্যালয়ে শিক্ষক সংকট এর কারনে লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। স্বাভাবিক নিয়মে পাঠদান কার্যক্রম শুরু হওয়ার আগে শিক্ষকদের শূন্য পদ পূরণ করা জরুরী। পরিকল্লনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান সহ সংশ্লিষ্ট বিভাগে বিষয়টি অবহিত করা হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এবিষয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষার সিলেট বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমদ বলেন, পিএসসি থেকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সিলেট বিভাগের সব শূন্য পদের তালিকা সংশ্লিষ্ট বিভাগে দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সিলেট বিভাগে ৩০ ভাগ শিক্ষক এর পদ শূন্য। শিক্ষক নিয়োগ দ্রুত হবে আশাবাদী।