• অনিয়ম / দুর্নীতি

    জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থ দন্ড প্রদান

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২১ , ৬:০৯:২০ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে রেস্টুরেন্ট সহ ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক অনুপম দাশ অনুপ। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপম দাশ অনুপ এর নেতৃত্বে ২৯ শে অক্টোবর রোজ শুক্রবার বিকালে জগন্নাথপুর উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতে পরিচালিত হয়েছে। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা বোর্ড না থাকায় ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী করার অপরাধে রেস্টুরেন্ট সহ ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান এর মালিককে ৯ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ। এসময় জগন্নাথপুর থানার এক দল পুলিশ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত এর বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান এর মালিক এর নিকট হতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীদের মূল্যতালিকা সংরক্ষণ, পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়েছে এবং জনস্বাস্থের জন্য ক্ষতিকর এরকম কিছু না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

    0Shares

    আরও খবর

    Sponsered content