প্রতিনিধি ৫ অক্টোবর ২০২১ , ৮:৪৩:৩২ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌরসদরে তুচ্ছ কারণে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজন পাল্টাপাল্টি অভিযোগ করেছেন থানায়। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই আবদুস ছত্তার জানান, এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জানাগেছে, রোববার জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামে বাড়ির গাছ কাটা নিয়ে গ্রামের এমরান হোসেন ও মমিনুল হকের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে মমিনুল হক এর পক্ষের একজন নারী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দিলারা বেগম বাদী হয়ে প্রতিপক্ষের নাছির উদ্দিন, এনাম হক, জাকির হোসেন, এমরান হোসেন, জিয়াউল হোসেন, মুহিন হোসেন, রাসেল রহমান ও পাবেল রহমান সহ ৯ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অপর পক্ষের এমরান হোসেনের দাবি মামলার বাদী মহিলা একজন ঝগড়াটে মহিলা এটা এলাকার সবাই জানেন, ওরা নিজে ঝগড়া মারামারি করে আবার নিজেরাই থানায় অভিযোগ করে এবং এখানে সেখানে দৌড়াদৌড়ি করে বেড়ায়। আমাদের সাথে গায়ে পড়ে লেগে আবার তারাই থানায় মিথ্যে অভিযোগ দায়ের করেছেন, তাই আমরা প্রকৃত ঘটনা উল্লেখ করে থানা অভিযোগ দায়ের করেছি। ওরা আমাদের ফাঁসাতে নিজেরাই জখমী সেজে আহত হওয়ার দাবি করছে। ওদের আঘাতে আমরা কয়েক জন আঘাতপ্রাপ্ত হয়েছি। এবিষয়ে বাদি দিলারা বেগমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।