• সুনামগঞ্জ

    জগন্নাথপুরের কেশবপুরে মসজিদ ও কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য রাধারমণ উৎসব অন্যত্র করার জন্য অভিযোগ দায়ের

      প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২১ , ৭:৫০:০৬ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার অধীনস্থ কেশবপুর বাজারস্থ কেশবপুর পশ্চিমপাড়া জামে মসজিদ ও ডানে বামে দুটি পঞ্চায়েতি কবরস্থান এবং বাজার মসজিদ এর নিকটস্থ পাশে বাউল সাধক রাধারমন দত্তের গানের উৎসবটি অন্যত্র স্থানান্তরের জন্য এলাকাবাসী কৃর্তক জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত আবেদন করা হয়েছে। গত ২৪ অক্টোবর বিকেলে এলাকাবাসীর পক্ষে ১০৭ জনের স্বাক্ষর নিয়ে কেশবপুরবাসী এই লিখিত আবেদনটি করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাউল সাধক আগামী ৯ নভেম্বর দুইদিনব্যাপী এই রাধারমণ দত্তের অনুষ্ঠানমালা শুরু হতে যাচ্ছে। এই রাধারমণের অনুষ্ঠান মালাকে ঘিরে যে জায়গাতে অনুষ্ঠান পরিচালিত করা হবে সেখানে জায়গার সংকুলান না হওয়াতে এখানে প্রচুর ভক্তবৃন্দের আগমন ঘটে । কিন্তু পাশে দুটি মসজিদ ও দুটি কবরস্থান থাকায় পবিত্রতা বিনষ্ট হওয়ার মতো অবস্থান সৃষ্টি হয়। এখানে আসা ভক্তবৃন্দরা কবর ও মসজিদের পাশে প্রশ্রাব করেন। এ ব্যাপারে অভিযোগকারী লায়েক আলী ও আবু মিয়া সাংবাদিকদের জানান,রাধারমণ আমাদের গ্রামের একজন কৃতিমান মহাপূরুষ তার অনুষ্ঠান করতে আমাদের আন্তরিকতার কোন অভাব নেই। আমরা এই অনুষ্ঠানটি অন্য স্থানে সুষ্টু ও সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে কোন আপত্তি নেই। কিন্তু এই ধমীয় দুটি মসজিদও দুটি করবস্থানের পবিত্রতা রক্ষায় অন্যত্র স্থানান্তরের দাবী জানাচ্ছি। নতুবা প্রতিবছরের মতো এবারো এই স্থানে রাধারমণ উৎসব পরিচালিত হলে আইন শৃংখলার অবনতির আশংঙ্কা রয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন লিখিত আপত্তি পত্রের সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content