প্রতিনিধি ৫ অক্টোবর ২০২১ , ১:৩৩:৫৯ অনলাইন সংস্করণ
পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক বিভাগের সদস্য মোসাম্মাৎ নাসিমা বেগম বলেন, পাবলিক ডিমান্ড রিকাভারি অ্যাক্ট (পিডিআরএ) নামের একটি আইন আছে, যেটা দিয়ে অনিয়ম করে কেউ অবসরে গেলেও তাকে শাস্তির মুখোমুখি করা যাবে।
পরিকল্পানমন্ত্রী বলেন, আগামী শুক্রবার চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল প্রকল্পের দ্বিতীয় চ্যানেলের কাজ শেষ হবে। এর আগে প্রকল্পের প্রথম চ্যানেলের কাজ শেষ হয়েছে জানান মন্ত্রী। প্রকল্পটি আগামী বছরের ডিসেম্বর মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, এটা ২০২২ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। সেটা এখনই আমরা ফিজিক্যাল ওয়ার্ক শেষ করে ফেলেছি। প্রকল্পের কাজ মেয়াদের অনেক আগেই শেষ হয়ে যাবে। এরপর কিছু ঘষামাজা করা হবে। এই প্রকল্পের ব্যয় ও মেয়াদ কোনটাই বৃদ্ধি পাবে না জানিয়ে তিনি বলেন, ব্যয়তো বাড়েবইনা বরং কিছুটা সাশ্রয়ও হবে।
এম মান্নান বলেন, বৈঠকে আরেকটি প্রকল্প নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদেরকে অনেক প্রজেক্টেই দাতারা অফার করছে। কিন্তু কোনো প্রজেক্টে যদি বৈদেশিক ফান্ড না পাওয়া যায় তাহলে আমাদের নিজস্ব বিশাল রিজার্ভ আছে। এখান থেকে আমরা ফান্ড ব্যবহার করতে পারি।
তিনি জানান, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধু কারখানার ভেতরে করলে চলবে না। কারখানা এলাকায় ইটিপি স্থাপন করতে হবে। দেশের সব এলাকায় সমান ভাবে উন্নয়ন কাজ করতে হবে। যাতে কোনো এলাকা অভিযোগ করতে না পারে আমরা অবহেলিত। এছাড়া নদী, খাল নিয়মিত ড্রেজিংয়ের নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।