প্রতিনিধি ৬ অক্টোবর ২০২১ , ৫:৫১:৪৫ অনলাইন সংস্করণ
সফিকুল ইসলাম রাজা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা অন্তত দুই মাস পেছানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুরে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে শহরের ডিবি রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এরআগে শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে পরীক্ষা পেছানোর দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিক্ষুব্দ শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- শিক্ষার অধিকার আন্দোলনের আহবায়ক আতিক হাসান। যুগ্ম-আহ্বায়ক কানন, সদস্য সচিব তানভির, যুগ্ম-সদস্য সচিব ওয়াসিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সংগঠক জোহা সরকার, বিজয়া প্রমুখ।
এসএসসি ২০২২ পরীক্ষা কমপক্ষে দুইমাস পেছানোর দাবি জানিয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সিলেবাস শেষ হতে না হতেই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করায় তারা বিপাকে পড়েছে। তারা বলেন, করোনা মহামারীর কারণে শিক্ষার্থীরা চলতি অক্টোবর মাসসহ তিন মাসও ক্লাস পাবে না। গত ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সরকারী সহায়তা না পাওয়ায় শতকরা ৮০ ভাগ শিক্ষার্থী অনলাইন ক্লাসের সুযোগ থেকে বন্চিত হয়েছে। যে সিলেবাস শেষ করতে দুই বছর লাগে সেটি কিভাবে তিন মাসে সমাপ্ত করা সম্ভব? অবিলম্বে পাঠ্য সিলেবাস শেষ করে পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণের দাবি জানান তারা।