প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২১ , ২:৫৮:৫৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ উত্তর পাড়ের জনসাধারণের বহুকাঙ্খিত হালুয়যারঘাট-ধারারগাঁও সুরমা নদীর উপরে সেতু বাস্তবায়নের দাবীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় জাতীয় পার্টি ও উত্তর সুরমা, সদর-বিশ্বম্বভরপুর কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে হালুয়ারঘাট বাজার সংলগ্ন ইটভাটায় বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পাটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, সুরমা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি সিরাজুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, আব্দুল হাকিম, শাহাব উদ্দীন, ইউপি-সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম ওয়াসকুরুনি, ইউপি-সদস্য আব্দুল হাই, জাতীয় পার্টি নেতা নুরুল হক, ্ইকবাল হোসেন,মানিক মিয়া,আব্দুর রহিম,ফয়জুর রহমান তালুকদার,বাবুল মিয়া,শাহ আলম, মহসিন মিয়া,কৃষক পাটির ৪ নং ওয়ার্ড সভাপতি সফর আলী, জাতীয় পার্টির নেতা মনির হোসেন মনির,জাহাঙ্গীর আলম, সাইফুর রহমান সামছু, খাইয়েরগাও যুব সংঘের সভাপতি শফিকুল ইসলাম,ইদু মিয়া, আবু তাহের প্রমুখ। বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার অর্ন্তগত বাংলাদেশের উত্তর-পুর্ব কর্ণারে মেঘালয় পাহাড়ের পাদদেশে হাওর বেষ্টিত এলাকায় অবস্থিত। সুরমা নদীর উপর হালুয়ারঘাট-ধারারগাঁও ৪৫০ মিটার দৈর্ঘ্যের ব্রীজ নির্মাণ করা অতি জরুরী। ব্রীজটি নির্মাণ হলে মহান মুক্তিযোদ্ধের অসামান্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের ইউনিয়ন সুরমা,রঙ্গারচর ও জাহাঙ্গগীর নগর। মহান মুক্তিযোদ্ধের স্মৃতি বিজরিত ডলুরা শহীদ মিনার সহ প্রস্তাবিত ডলুরা শুল্ক বন্দর, বর্ডার হাট বাজারের সাথে জেলা সদরের সংযোগ স্থাপিত্ব হবে। তাছাড়া ব্রীজটি নির্মাণের জন্য উত্তর পাড়ের দীর্ঘ দিনের দাবী পূরণ সহ জীবনযাত্রার মান উন্নয়ন সাধিত হবে। সেতু নির্মাণ হলে সরকারের ব্যাপক রাজস্ব বৃদ্ধি পাবে। দ্রুত সেতু নির্মাণের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান উত্তর পাড়ের মানুষেরা।