• সন্ত্রাসী/চাঁদাবাজি

    সুরমা নদীতে চাঁদাবাজির সময় এমদাদ আফিন্দীসহ ১০ জন আটক

      সুনামগঞ্জ প্রতিনিধিঃ ৩০ সেপ্টেম্বর ২০২১ , ৩:২৪:৩৫ অনলাইন সংস্করণ

     

    সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে বালু-পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে ইমদাদুল হক আফিন্দীসহ ১০ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯।

     

    সুরমা নদীর দুর্লভপুর অংশ থেকে বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন জামালগঞ্জের দুর্লভপুর এলাকায় সুরমা নদীতে চাঁদাবাজি হয়।

     

    এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর কোম্পানী কমান্ডার সিঞ্জন আহমেদের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে ইমদাদুল হক আফিন্দীসহ ১০ জনকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতরা হল- সাচনা বাজার ইউনিয়ন দুর্লভপুর গ্রামের কাওসার আহমেদ, মাহি আফিন্দী, জয়নুল হক, বাদশা মিয়া, আব্দুল হোসাইন, নেছার আহমদ, সামি আফিন্দী, আব্দুন নূর আফিন্দী ও মানিক মিয়া।

     

    এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির সরঞ্জামাদি ২টি নৌকা, ৮টি লোহার রড, দেশীয় অস্ত্র, কয়েকটি মোবাইলসহ নগদ ২ হাজার ২৩০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

    আরও খবর

    Sponsered content