প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২১ , ৭:৩০:৪১ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। সুনামগঞ্জের দিরাইয়ে সুরমা নদীতে গোসল করতে নদীতে নেমে নাদিয়া (১৩) নামের এক যুবতী নিখোঁজ হয়েছেন। শনিবার ৪ সেপ্টেম্বর বিকেল ৩ টার দিকে তিনি ডুব দেন। নিখোঁজ নাদিয়া (১৩) উপজেলার রাজানগর ইউনিয়নের গছিয়া গ্রামের আকবর আলীর মেয়ে। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, নিখোঁজ নাদিয়া (১৩) শনিবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে সুরমা নদীতে গোসল করতে তার সঙ্গে ছোট ছোট ছেলে-মেয়েরা নিয়ে গোসলে যান। তবে ডুব দিয়ে আর ওপরে ওঠেননি নাদিয়া । পরে অন্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবতীকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন তারা , সাধ্য অনুযায়ী যুবতীর সন্ধান পেতে কাজ করে যাচ্ছেন।