• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সিলেটে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হারুন গ্রেফতার

      প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২১ , ৪:৪৩:৩৭ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: হারুন (৫৬)। সে লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার ভোলাকোট গ্রামের মৃত ইসমাইলের ছেলে। বর্তমানে সে রায়েরগাঁওয়ের শাহ আলম মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। গোপণ সংবাদের ভিত্তিতে ০১ সেপ্টেম্বর বুধবার রাত ১১টা ৫০ মিনিটে রায়েরগাঁওয়ের নিজাম মিয়ার পুকুরের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। জানা গেছে, সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক সঞ্জিত চন্দ্র দাস ও মো. আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় এসআই সৌমেন দাস, এসআই শামীম উদ্দিন, কনস্টেবল জীবন মিয়া, কনস্টেবল আবু সুফিয়ান, কনস্টেবল হাসান বক্স, কনস্টেবল আসাদ মিয়া, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন উম্মল কবুল গ্রামের শেষ প্রান্তে রায় গ্রামস্থ নিজাম মিয়ার পুকুরের দক্ষি পূর্ব কোনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো: হারুন (৫৬) গ্রেফতার করে। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সিলেট জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে, উক্ত আসামীর বিরুদ্ধে এসএমপি এর দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-২২/২০২, তারিখ- ২৬ অক্টে, ২০২০; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলাটি রয়েছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) বিএম আশরাফ উল্যাহ তাহের।

    আরও খবর

    Sponsered content