প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২১ , ২:০৭:২০ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবি: আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের উত্তর তোড়িয়া গ্রামের মৃত আসির উদ্দিনের পুত্র শহিদুল ইসলাম বার ঘাটি বাজারের জমি উদ্ধারের জন্য আটোয়ারী ইউএনও অফিসে গত ৬ মাস পুর্বে গেলে ইউএনও আবু তাহের মোঃ সামসুজ্জামান জমির কাগজ পত্র দেখে ভুক্তভোগী শহিদুল ইসলামের কাছে দোকান ঘরের জন্য জমি উদ্ধার করে দিতে কিছু খরচাপাতি চান। তখন সেখানেই ছিল আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি (সাংবাদিক)। ঐ দিনই সাংবাদিক এ রায়হান চৌধুরী (রকি) শহিদুল ইসলামের কাছে এক লাখ টাকা দাবী করে, পরের দিন আটোয়ারী প্রেসক্লাবের পাশের চা দোকানের পিছনে স্থানীয় ইউপি সদস্য মতি, করিম, দুলাল, তাহের সহ কয়েকজনের উপস্থিতিতে শহিদুল ইসলাম আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী (রকি) সাংবাদিক এর হাতে জমি বিক্রয় করে ৬০ হাজার টাকা দেন পরে আবার ১৫ হাজার টাকা সহ মোট ৭৫ হাজার টাকা ইউএনওর কথা বলে নেন। কিন্তু দোকান ঘরের জমি দখল করে দিতে না পারায় টাকা ফেরত দিতে তালবাহানা করছেন আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী (রকি) সাংবাদিক। ৬ মাস পরে একদিন ১০ হাজার আর গত পরশু ৫ হাজার সহ মোট ১৫ হাজার টাকা ফেরত দিয়েছেন। জমি বিক্রি করে ৭৫ হাজার টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। আটোয়ারি উপজেলার নির্বাহী অফিসার মুঠো ফোনে জানান,তিনি কাউকে এই ব্যাপারে কোন কথা বলেন নি এবং খরচপাতির কোন কথাও বলেন নি। একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন।