• লিড

    সন্ত্রাসী হামলায় আহত দিন মজুর হাসপাতালে বাড়ীতে ৪শিশু সন্তানের আহাজারি থানায় অভিযোগ

      প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২১ , ৮:৪৯:৪২ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান ইউনিয়নের শেখেরগাওঁ গ্রামে রাতের আধাঁের পরিকল্পিত সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে দিন মজুর এক অসহায় ইজি বাইক রিক্সা চালক। সে শেখেরগাঁও গ্রামের বাসিন্দা পেশকার আলীর ছেলে, আহতের নাম আলিম উদ্দিন। বর্তমানে আহত আলিম উদ্দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার ঘটনাটি ঘটে ১৬সেপ্টম্বর রাত সাড়ে ১০টা শেখেরগাওঁ গ্রামের রাস্তার পাশে একটি ডুবায়। এ ঘটনায় আহত দিন মজুরের প্রতিবন্ধী চাচাতো ভাই ফরিদ মিয়া বাদী হয়ে ন্যায় বিচার পাওয়ার জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন একই ইউনিয়নের হালিমপুর গ্রামের বাসিন্দা সামছুল মিয়া(৪৫), শেখের গাওঁ গ্রামের বাসিন্দা আব্দুস সালাম(৩৮), জুনেদ মিয়া (২৫), মরম

    আলী(৫০) ও আলাউদ্দিন(৫০)। অভিযোগ সুত্রে যানা যায় আহত আলিম উদ্দিন একজন অসহায় দিন মজুর লোক, দিন আনে দিন খায়। সে ব্যাটারি চালিত ইজি বাইক চালক, ৪টি শিশু সন্তানকে নিয়ে শেখেরগাওঁ গ্রামে বোনের বাড়িতে আস্ত্রিত হিসাবে দির্ঘদিন যাবৎ পরিবার নিয়ে বসবাস করে আসছে। তার একটি নিজস্ব পুরাতন ব্যাটারি চালিত ইজি বাইক রয়েছে। মাসেক খানেক পূর্বে গ্যারেজ মালিকের হেফাজতে চার্জে থাকা অবস্থায় ইজি বাইকের ৪টি ব্যাটারি চুরি হয়ে যায়। ব্যাটারি চুরির ঘটনায় গত ৩০/৮/২০২১ইং তারিখে আলিম উদ্দিন সুনামগঞ্জ সদর থানায় অভিযোগ দিলে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ মিলে বিচারের মাধ্যমে ব্যাটারির মুল্য দেওয়ার জন্য গ্যারেজ মালিককের উপর ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া সিদ্ধান্ত দেন। এরই জেরে বৃহস্প্রতিবার রাতে ক্ষতিপূরনের টাকা দেওয়রা কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আলিম উদ্দিনের উপর পরিকল্পিত হামলা চালানো হয় এবং তাকে এলাপাতারি মারধর করে অজ্ঞান করে মৃত ভেবে রাস্তার পাশে একটি ডুবায় ফেলে চলে যায় হামলাকারীরা । দুর থেকে এলাকার মানুষ দেখে আলিম উদ্দিনকে আহত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার আহত আলিম উদ্দিনকে আশংঙ্কা জনক অবস্থায় সিলেট রেফাট করেন। বর্তমানে আলিম উদ্দিন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অন্য দিকে মাস খানেক ধরে তার পরিবার ইজি বাইকের ব্যাটারি চুরি হওয়ার পর থেকে রোজি রোজগার না থাকায় অনাহারে খেয়ে না খেয়ে ৪টি অবুঝ শিশুকে নিয়ে দিন যাপন করছে তার স্ত্রী সুহেনা। এরই মধ্যে আবার রাতের আধারেঁ অসহায় দিন মজুর আলিম উদ্দিনের উপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে জানান তার পরিবার ও স্বজনরা। প্রশাসনের কাছে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী তাদের। এব্যাপারে অভিযুক্ত ব্যাক্তিদের সাথে যোগাযোগ করা হলে হামলার ঘটনার সত্যতা শিকার করেন তারা এবং ২জন পলাতক রয়েছেন বলেও জানান। এব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সহিদুর রহমান জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    0Shares

    আরও খবর

    Sponsered content