• সারাদেশ

    ‘শেখ হাসিনার চমৎকার ভাষণ আমাকে মুগ্ধ করেছেঃ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার

      প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২১ , ২:৩৮:৫৯ অনলাইন সংস্করণ

    জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে অত্যন্ত সুন্দরভাবে সামগ্রিক বিষয়গুলো তুলে ধরেছেন। শেখ হাসিনার চমৎকার ভাষণ আমাকে মুগ্ধ করেছে।

    মিলার বলেন, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্য নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখ হাসিনার ভাষণে তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে আছে বলেও মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত।

    এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন ভূইয়া, উপ-পরিচালক সাজেদা খাতুনসহ কুমেক হাসপাতালের কর্মকর্তারা।

    আরও খবর

    Sponsered content